ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরির নতুন প্ল্যাটফরম ইনোকিডস
জাওয়াদ বিন সারওয়ার। বয়স ১২ বছর। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের ছাত্র। গ্রাফিক্স ডিজাইনের কাজ করে সে মাসে অন্তত ৬ হাজার টাকা আয় করছে। যা সে বাড়িতে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে করছে। মুশফিকুল আলম। বয়স ১৪। স্ট্যান্ডার্ড সিক্সের ছাত্র। সেও মাসে অন্তত ৬ হাজার টাকা আয় করছে। নিজের নামে ব্যবসায়িক ফেসবুক পেজও রয়েছে। সেখানে তার করা বিভিন্ন গ্রাফিক্সের ডিজাইনও দৃশ্যমান। এই জাওয়াদ ও মুশফিকরা ইনোকিডসের প্রোগ্রামের মাধ্যমে শিশু বয়স থেকেই উদ্যোক্তা হয়ে উঠছে। যা দেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ